মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল: মুস্তাকীম বিল্লাহ ফারুকী
আপডেটঃ 11:49 pm | August 25, 2016

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে অসাম্প্রদায়িক চেতনায় সমাজের সকল অন্যায়-অবিচার নির্মূলে পরমতসহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণের উপদেশ ও বাণীর মর্মার্থ আত্মস্থ করতে হবে।
বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে দূর্গাবাড়ী ভগবত মন্দির আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এড. রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম, পিপিএম, ভারপ্রাপ্ত পৌর মেয়র আসিফ হোসেন ডন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ।
পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. প্রণব কুমার সাহা রায়, এ.এম কলেজের সহকারী অধ্যাপক শ্রীকান্ত বিশ্বাস, ইসকনের অধ্যক্ষ শ্রী অকিন চন গৌড় দাস, সাবেক কাউন্সিলর অসিত রঞ্জন দত্ত বাবন প্রমুখ।
আলোচনা সভার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা দূর্গাবাড়ী প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম, পিপিএম। সবশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।