নান্দইলে অপহরণে সাত ঘন্টা পর শিশু রাফি উদ্ধার
আপডেটঃ 10:03 pm | August 27, 2016

নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে অপহরণের সাত ঘন্টা পর উদয় কিন্ডার গার্টেনের ১ম শ্রেণীর ছাত্র সাত বছরের শিশু আরাফাত হোসেন রাফি শুক্রবার (২৬ আগষ্ট) রাত নয় টার দিকে পৌর শহরের চন্ডীপাশা সিনেমা হল এলাকা থেকে উদ্ধার হয়েছে।
জানাযায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বিলপাড়া গ্রামের খুররম শেখের একমাত্র ছেলে আরাফাত হোসেন রাফি নান্দাইল চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে জুমার নামাজের পর দুপুর দুইটার দিকে অপহরণ হয়। এরপর রাত ৯টার দিকে সিনেমা হল এলাকা থেকে এক মুদি দোকানরের মুটোফোন দিয়ে কথা বলে তার বাবার সাথে। পরে সেখান থেকে উদ্ধার করে নান্দাইল মডেল থানায় নিয়ে আসে। এসময় প্রায় শতাদিক লোকের ভীর ছিল থানায়।
নান্দাইল চৌরাস্তা হাজী ট্রেডার্সের মালিক ও শিশু রাফির বাবা খুররম শেখ বলেন, রাফির এখনও আতঙ্ক কাটেনি, অপহরণের বিষয়ে তাকে প্রশ্ন করা ঠিক হবে না। আত্বীয় সজনসহ এলাকায়অস্থিরতা বিরাজ করছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এবিষয়ে অবহিত করার পর অনেক জায়গায় অভিযান চালানো হয়েছে। অপহরণকারীরা সিনেমা হল এলাকায় শিশুটিকে ফেলে যায়, এবিষয়ে খতিয়ে দেখা হবে।