ময়মনসিংহ শহর ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
আপডেটঃ 2:25 am | September 01, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী:
জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ শহর ছাত্রলীগ।
বুধবার কাচারি ঘাট রোডস্থ জিরো পয়েন্ট থেকে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জিরো পয়েন্ট এষে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। সংক্ষিপ্ত সমাবেশের আগে শহর ছাত্রলীগ সাধারন সম্পাদক ফয়জুর রাজ্জাক উষান বিক্ষোভ মিছিলে যোগদেন।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, জনগণ জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে। যতই চেষ্টা করুক যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না তারা। স্বাধীনতাবিরোধীদের কোনো ঠাই নেই বাংলাদেশে।
এসময় আরিফ আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কুখ্যাত রাজাকার আলবদর নেতা মীর কাসেমের ফাঁসির সাজা অতি দ্রুত কার্যকর করারওও দাবি জানান।