সাংস্কৃতিক স্বজনদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন
আপডেটঃ 3:48 pm | September 01, 2016

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সাংস্কৃতিক স্বজনদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ৩১আগস্ট বুধবার বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে শুভেচ্ছা জানান হয়। এসময় নাট্যলোক সম্প্রদায়ের উপদেষ্টা ও বিশ্ববঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি আনোয়ারা সুলতানি আনু, নাট্যলোক সম্প্রদায়ের সভাপতি এস.এ অপূর্ণ, সাধারন সম্পাদক হাসিবুর রহমান তু্ষার, সদস্য সাজ্জাদ কবির, আব্দুল হালিম রিয়াদ, এস.এম রুদ্র, নাট্যকর্মী মনির হোসেন জীবন, ইতি, মনির, শ্রাবন, পিয়াস সহ আরো অনেকে। এসময় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ময়মনসিংহে সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে পুলিশকে সহযোগীতার জন্য আহ্বান জানান।