ফুলপুর সিংহেশ্বর ইউনিয়নের ভি.জি.এফ চাল বিতরণ
আপডেটঃ 9:15 pm | September 06, 2016

সেলিম রানা ফুলপুর প্রতিনিধি: আসন্ন ঈদ-উল ফিতর উপলে অতি দরিদ্রের মাঝে মঙ্গল বারে ময়মনসিংহের ফুলপুর উপজেলা সিংহেশ্বর ইউনিয়ন পরিষদে ভি.জি.এফের চাল বিতরণ করা হয়। উপস্থিতি ছিলেন চাল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর, প্রাণীসম্পাদক অফিসার ডা: রানা মিয়া। আরো উপস্থিত ছিলেন ৪নং সিংহেশ্বর ইউনিয়নের ফ্যানেল চেয়ারম্যান মো: মুমিনও ডা: মোতালেব। ইউনিয়নের সচিব মো: হোসেন আলি এসময় উপস্থিত ছিলেন ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সেক্রেটারি, মো: নূরুল ইসলাম, ইউনিয়নের সদস্য মো: মহি মেম্বার, আফাস উদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা মো: রেজাউল করিম (রিপন) আব্দুর রাজ্জাক সাগর, আ: মজিদ ও কামাল সহ আরো অনেকে ছিলেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে ফুলপুর ইউনিয়নে দরিদ্রর উপকার জন্য প্রত্যেকের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।