ময়মনসিংহে বিভিন্ন মহল্লা এবং নিজ নিজ ভবনের সামনে চলছে কোরবানি
আপডেটঃ 11:16 am | September 13, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: ময়মনসিংহ পৌরসভা কোরবানির জন্য জায়গা নির্ধারিত করে দিলেও তার বাইরে বিভিন্ন পাড়া মহল্লা এবং নিজ নিজ ভবনের সামনে চলছে কোরবানি।
ময়মনসিংহ নগরীতে সেই চিরচেনা যানজট নেই, নেই মানুষের কোলাহল। নগরী ফাঁকা হলেও বিভিন্ন মহল্লা ও এলাকার পাড়ায়-পাড়ায় কোরবানি চলছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার পর ঈদের জামাত শেষে এ কোরবানি শুরু হতে থাকে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা একে বারেই কমে গেছে। কমে গেছে রিকশার সংখ্যাও।
সকালে ময়মনসিংহবাসী বৃষ্টিবিঘিœত পরিস্থিতিতে ঈদের নামাজ শেষ করে তাদের নিজ-নিজ পশু কোরবানি করেন।
সরেজমিনে ময়মনসিংহের সানকিপাড়া, সেনবাড়ী, কলেজ রোড, গুলকিবাড়ী এলাকায় ঘুরে পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে।