৭১তম জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন আলহাজ্ব আমিনুল হক শামীম
আপডেটঃ 8:40 pm | September 18, 2016

স্টাফ রিপোর্টার: ১৮ সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারন অধিবেশনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য হিসাবে এফবিসিসিআই এর পরিচালক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম ১৮ সেপ্টেম্বর আমেরিকা পৌছেছেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই এর সভাপতি মতলুব আহমেদ। প্রতিনিধি দল বিভিন্ন রাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে ব্যবসা বানিজ্য সংক্রন্ত ব্যাপারে আলোচনায় অংশ গ্রহন করবেন। বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দল ৭১তম জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। এ উপলে আলহাজ্ব আমিনুল হক শামীম গত ১৮ই সেপ্টেম্বর‘১৬ যুক্তরাষ্ট্রের উদ্যেশ্যে ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।