‘সানি লিয়নের নিজের কাজটাই করা উচিত’
আপডেটঃ 1:41 am | September 19, 2016

বিনোদন: চটে গেলে কাকে কি বলে বসেন, ঠিক নেই৷ বেশ মুখরা রাখি সাওয়ান্ত৷ আবারও চটে গিয়েছেন তিনি৷ এবার রাখির আক্রমনের শিকার সানি লিওন৷ বললেন, ‘সানির নিজের কাজটাই করা উচিত।’
কী কাজ? এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘নীল ছবিতে অভিনয় করা’। ‘এক কাহানি জুলি কি’ ছবির প্রোমোশনে এমনই মন্তব্য করলেন ৩৭ বছর বয়সী সুন্দরী রাখি৷ তবে হঠাৎ কেন এমন ক্ষেপে গেলেন তিনি?
প্রকৃত ঘটনা অন্যখানে। অনেক ছবিতে আইটেম ডান্স নাম্বার করেছেন রাখি। শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’তে অভিনয়ও করেছেন। অথচ শাহরুখেরই ছবি ‘রইস’-এ রাখিকে বাদ দিয়ে সানি লিয়নকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
এই নিয়েও খোলামেলা মত দিয়েছেন রাখি। ‘শাহরুখের এমন করা ঠিক হয়নি। হতে পারে তিনি ছবির হিরো। এমনটা তিনি করতেই পারেন না। অন্য কেউ এটা করেছে। আমি জানি না। হয়তো প্রযোজকরা টাকা নিয়েছে। অথবা ওখানে কোনো ধান্দাওয়ালি ছিলো।’
এরপরই সানি লিয়নের প্রতি ক্ষোভ ঝেড়েছেন রাখি। এটা নতুন নয়। অনুষ্ঠানে সানির নাম উল্লেখ না করে রাখি বলেছেন, ‘ও আইটেম ডান্স করবে! ওর কাজ তো নীল ছবিতে অভিনয় করা।’