ময়মনসিংহে ১৭ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত
আপডেটঃ 5:21 pm | September 19, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় দক্ষতা ও নিষ্ঠার ভিত্তিতে এবার ১৭ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ শহরস্থ পুলিশ লাইন্স মিলনায়তনে এস আই, এ এস আই, কন্সটেবল সহ সর্বমোট ১৭ জনকে ভাল কাজের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, সিনিয়র এ এস পি সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ হামিদুর রহমান।
উল্লেখ্য, ঈদ-উল-আযহা উপলক্ষে ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে জেলা পুলিশের এস আই, এ এস আই ও কন্সটেবলবৃন্দদের পুরস্কৃত করা হয়।
ছবি:- রেড মিল্লাত