নিজ বাড়িতে কৃষিকাজে নওয়াজ উদ্দিন
আপডেটঃ 4:27 pm | September 25, 2016

বিনোদন: প্রখর রোদের মধ্যে ট্রাক্টর নিয়ে মাঠে হাল দিচ্ছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। পরণে কৃষকদের মতোই সাধারণ পোশাক। না এটি কোনো ছবির শুটিং দৃশ্য নয়। বাস্তবের নওয়াজ উদ্দিন সিদ্দিকি। সম্প্রতি উত্তর প্রদেশে বুধানে নিজ বাড়িতে গিয়েছিলেন এই বলিউড অভিনেতা। সেখানে এই ছবি তোলেন তিনি।
চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন নওয়াজ উদ্দিন। সেখানে পানিসেচের বিশেষ পদ্ধতি শেখেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে উত্তর প্রদেশ সরকার নওয়াজ উদ্দিনকে ‘সমাজওয়ারি কৃষাণ বিমা ইয়োজনা’র ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়।
‘ফ্রিকি আলি’ অভিনেতা হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার জীবনের ২০ বছর কৃষিকাজ করেছি। সময় পেলেই আমি এই কাজ করি। এটি আমাদের পৈতৃক পেশা। এটা আমাকে অনেক আনন্দ দেয়। খবর: এনডিটিভি।