কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটি আক্রমণ করেছে সন্ত্রাসীরা
আপডেটঃ 12:30 am | October 03, 2016

আন্তর্জাতিক: জম্মু ও কাশ্মীরের বড়মুল্লা জেলায় ভারতীয় ৪৬ রাষ্ট্রীয় আর্মি ক্যাম্পে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। সন্ত্রাসীরা ক্যাম্পের দিকে গ্রেনেড ছুঁড়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে দশটার পর এ ঘটনা ঘটে। এর পরপরই ওই এলাকা থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারত পাকিস্তান উভয় পক্ষই গুলিবিনিময় করছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। অহত হয় অন্তত ৩৫ জন। এই ঘটনার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। কাশ্মীরে দুই দেশের সীমান্তে থমথমে পরিবেশ বিরাজ করছে।