আরও ১০ বছর খেলার ইচ্ছা রোনালদোর
আপডেটঃ 9:35 pm | October 04, 2016

স্পোর্টস: ৪০তম জন্মদিনের আগে বুটজোড়া তুলে রাখার কোনো ভাবনাই নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, আরও ১০ বছর খেলা চালিয়ে যেতে চান তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯১ ম্যাচে ১১৮ গোল করা রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এ পর্যন্ত খেলা ৩৫৪ ম্যাচে করেছেন ৩৬৭ গোল।
কাব ক্যারিয়ারে এ পর্যন্ত চারটি প্রিমিয়ার লিগ, একটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। গত জুলাইয়ে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট।
পর্তুগালের রাজধানী লিসবনে নিজের নতুন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে রোনালদো জানালেন ফুটবল ক্যারিয়ার নিয়ে নিজের লক্ষ্যটা।
“জীবনটা শুধু ফুটবল নিয়ে নয়। যদিও ফুটবল আমার সবচেয়ে বড় ভালোবাসা, আমি অবশ্যই ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করব। আমার সামনে খুব বেশি বছর পড়ে নেই, কম-বেশি দশ বছর।”