ট্রাম্পকে ‘বোকা’ হিলারিকে ‘দুর্বল’ বললেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীরা
আপডেটঃ 10:13 pm | October 05, 2016

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও ভার্জিনিয়ার সিনেটর টিম কাইনে ও রিপাবলিকান দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সের মধ্যে বিতর্ক হয়। এ সময় গর্ভপাত থেকে শুরু করে রাশিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বিতর্ক হয়।
তবে তাদের বিতর্কের মূল কেন্দ্রে ছিলেন হিলারি ও ট্রাম্প।
নির্বাচনের মাত্র ৩৪ দিন আগে ভার্জিনিয়ার ফার্মভিলের লংউড ইউনিভর্সিটিতে রানিংমেটদের মধ্যে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
আগামী রোববার মিসৌরির সেন্ট লুইসে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে দ্বিতীয়বারের মতো বিতর্কের আয়োজন করা হবে।
মঙ্গলবারের ৯০ মিনিটব্যাপী ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যকার এই বিতর্কে কাইনে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন।
যখন দুজনের মধ্যে সরাসরি বিতর্ক হয় তখন পেন্স শান্ত ছিলেন।
কাইনে ট্রাম্প প্রশাসনের আওতায় পরমাণু অস্ত্র রাখা বিপজ্জনক বলে উল্লেখ করেন। এ সময় তিনি প্রয়াত রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের প্রসঙ্গ টেনে আনেন।
তিনি বলেন, রিগ্যান সতর্ক করেছিলেন যে ‘বোকা ও ক্ষ্যাপাটে’ লোকের হাতে পরমাণু অস্ত্র গেলে তা একটি ‘বিপর্যয়’ হিসেবে দেখা দিবে।
৫৮ বছর বয়সী কাইনে ট্রাম্পের মেজাজেরও তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন এবং এটা স্পষ্ট যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ রাশিয়ার ওলিগার্সের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে।
তিনি পুতিন সম্পর্কে ট্রাম্পের প্রশংসামূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
কাইনে বলেন, ট্রাম্প স্বৈরশাসকদের প্রশংসা করেন।
তবে ৫৭ বছর বয়সী পেন্স পুতিনের তেজ ও শক্তি এবং সাধারণ ব্যক্তিত্বের জন্য ট্রাম্প পুতিনকে শ্রদ্ধা করেন বলে জানান।
তিনি বলেন, ‘হিলারি ক্লিনটান ও বারাক ওবামার নেতৃত্ব ‘দুর্বল ও অস্থিতিশীল’।