সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে : নজরুল ইসলাম খান
আপডেটঃ 12:08 am | October 15, 2016

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে।
(শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, গণতন্ত্র হরণের পর সরকার এখন বিরোধী মতের রাজনীতিকদের মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়ার পাঁয়তারা করছে। তদন্তাধীন কোনো মামলা সম্পর্কে যখন সরকার প্রধান আগেই বলে দেন আসামিদের বিরূদ্ধে উত্থাপিত সব অভিযোগ সত্য, তখন দেশের কোন সংস্থাই নির্দোষ রিপোর্ট লেখার সাহস পাবে না।