ময়মনসিংহ পৌরসভার অসুস্থ কাউন্সিলর আতিয়া মনসুরকে দেখতে গেলেন মেয়র টিটু
আপডেটঃ 2:59 pm | October 20, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: ময়মনসিংহ পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আতিয়া মনসুর অসুস্থ হওয়ায় দেখতে গেলেন মেয়র মো: ইকরামুল হক টিটু।
বৃহস্পতিবার দুপুরে ইটাখলা রোডস্থ আতিয়া মনসুর এর নিজ বাস ভবনে মেয়র টিটু প্যানেল মেয়র, কাউন্সিলরদের নিয়ে চিকিৎসাধীন আতিয়া মনসুরের খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা প্রদানের জন্য তার পরিবারের সাখে আলাপ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ২ নজরুল ইসলাম, প্যানেল মেয়র ৩ ইসমতআরা ভানু আশা, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার প্রমুখ।
দীর্ঘদিন ধরে আতিয়া মনসুর অসুস্থ আছেন। অনেকদিন ধরে পৌরসভার সুসময়ে দুসময়ে কাজ করার সুবাদে চলমান রাজনীতিতেও আতিয়া মনসুর আন্তরিক ছিলেন।