খালেদার সঙ্গে চীনের ভাইস মিনিস্টারের বৈঠক
আপডেটঃ 2:32 am | October 23, 2016

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের ভাইস মিনিস্টার জেন জিয়াওসং বৈঠক করেছেন । বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে বলে সাংবাদিকদের জানানো হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘন্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।
এ ছাড়া চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফ সিপিসি সেন্টার কমিটির পরিচালক মিস্টার ইয়ান জাহাবিন, ডেপুটি পরিচালক মিসেস জিংপিং, মিস্টার কাও জিগান, স্টাফ অফিসার মিস্টার গো মিন, থার্ড মিনিস্টার তান উই বৈঠকে উপস্থিত ছিলেন।