পুনঃনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রলীগের অভিন্দন
আপডেটঃ 1:53 am | October 25, 2016

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনঃনির্বাচিত সভাপতি শেখ হাসিনা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার বিকালে দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ শুভেচ্ছা জানিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায়, ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকবে ছাত্রলীগ।
এ ছাড়া দলের ভাতৃপ্রতীম সংগঠন হিসেবে সব সময় পাশে থেকে দলকে সাহায্য সহযোগিতা করবে বলেও উল্লেখ করা হয়েছে।