যুক্তরাষ্ট্রের সংকেতে গণহত্যা চালাচ্ছে সৌদি
আপডেটঃ 1:42 am | October 28, 2016

যুক্তরাষ্ট্র সরকারের সবুজ সংকেত নিয়ে বিশ্বব্যাপী সৌদি আরব অপরাধযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি।
বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন।
তিনি বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ভণ্ডামিপূর্ণ আচরণ করছে সৌদি সরকার। ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করাই সৌদি সরকারের উদ্দেশ্য।
আনসারুল্লাহ প্রধান বলেন, সৌদি আরব যা করছে তাকে ইসলামি পরিভাষায় নিফাক বা মুনাফেকি বলা হয়। কারণ, নিজেকে মুসলিম দেশগুলোর নেতা হিসেবে দাবি করা সত্ত্বেও এসব দেশের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে সৌদি সরকার তার তেল বিক্রির অর্থ খরচ করছে। তেলের অর্থে দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হচ্ছে সৌদি আরবের লক্ষ্য।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে অভিযান চালিয়ে আসছে সৌদি আরব। এ পর্যন্ত সেখানে ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের অনেকেই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগে এ কাজে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে রিয়াদ।