ময়মনসিংহের ভালুকায় পিকআপচাপায় নিহত ৪
আপডেটঃ 5:01 pm | November 01, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী :ময়মনসিংহের ভালুকায় উপজেলার কাঁঠালি নামক স্থানে পিকআপভ্যানের চাপায় চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আশরাফ (২২), আমেনা (১৮) আনোয়ার (৩৫) ও পারভেজ (১৮)। এদের মধ্যে আশরাফ ও আমেনা ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া পারভেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ৩ টার দিকে মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, রাসেল স্পিনিং মিলের শ্রমিকরা রাতের দায়িত্ব শেষ করে বাড়ি ফেরার জন্য ভোরে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি সাদারঙের মাহেন্দ্র পিকআপের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে।