ভালুকা থেকে উদ্ধার অজ্ঞাত যুবতির পরিচয় এখনো সনাক্ত হয়নি
আপডেটঃ 12:45 am | November 10, 2016

স্টাফ রিপোর্টার ॥ জেলার ভালুকা উপজেলার সোহাইল গ্রাম থেকে উদ্ধার যুবতি মহিলার অর্ধ গলিত লাশের এখনো সনাক্ত হয়নি। এ নিয়ে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনায় পুলিশ নানা শংকায় রয়েছেন। সুত্র মতে, ভালুকা উপজেলার সোহাইল গ্রামের জনৈক আয়নাল হকের কালাইল ক্ষেতের পুর্বপাশ থেকে গত ৯ অক্টোবর অর্ধগলিত এক অজ্ঞাতনামা যুবতি মহিলার লাশ উদ্ধার করে। পুলিশ যথারীতি লাশের সুরতহাল লিপিবদ্ধসহ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ নিয়ে ভালুকা মডেল থানায় মামলা নং ১৪ তাং ৯/১০/১৬ দায়ের করে। অজ্ঞাতনামা মহিলা হত্যাকান্ডের এ মামলার রহস্য উদঘাটনসহ নহতের পরিচয় সনাক্ত করতে ডিবি পুলিশ তদন্ত করে আসছে। ডিবি পুলিশের এসআইজাহির হোসেন জানান, নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতে পড়নের কিছু কাপড় চোপড় ছাড়া অন্যকোন আলামতও উল্লেখযোগ্য নেই। এ অবস্থায় নিহতের কাপড় চোপড় ও পরিদেয় সামগ্রী দেখে ও বা অনুমান করে কেউ দাবীদার হয়ে এগিয়ে আসলেই লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব। এ জন্য তিনি পত্রিকার মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করতে পরিদেয় কাপড় চোপড়ের অংশ বিশেষ দেখে কেউ সনাক্ত করতে চাইলে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসির সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন।