ময়মনসিংহ পৌরসভার বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার ড্রাম উদ্ধোধন করলেন মেয়র টিটু
আপডেটঃ 9:09 pm | November 12, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : “এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার ড্রাম উদ্ধোধন করা হয়েছে।
শনিবার সকালে নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে ময়লা আবর্জনা ও বর্জ্য বাড়ির পাশে কিংবা রাস্তার পাশে ড্রামে ও স্তুপাকারে জমা করে রাখার কার্যক্রম উদ্ধোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটু।
এসময় পৌরসভার প্যানেল মেয়র ২ নজরুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: শরাফ উদ্দিন, স্যানিটরি ইন্সপেক্টর দিপক মজুমদার, মহাব্বত আলী প্রমুখ।