অতীত ভুলে কাজে মনযোগী সেলেনা
আপডেটঃ 9:58 pm | December 03, 2016

বিনোদন: নিজের অতীত ভুলে বর্তমানে কাজে মনযোগী হয়েছেন সেলেনা গমেজ। তারই ধারাবাহিকতায় বেশ কিছু নতুন গান তৈরি করছেন বিশ্বনন্দিত এ সংগীত তারকা। এখন সেসব কাজ নিয়েই স্টুডিওতে সময় কাটাচ্ছেন। এর বাইরে নিয়মিত হয়েছেন স্টেজেও। প্রথম দিকে আরেক সংগীত তারকা জাস্টিন বিবারের সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছিলেন তিনি। এই সম্পর্ক ভাঙ্গার পর দীর্ঘ দিন বিষন্ন ছিলেন তিনি। এরই মধ্যে নিয়াল হোরানের সঙ্গেও তার ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছিলো। তবে সেই সম্পর্কে বেশি দূর এগুননি সেলেনা। এদিকে নতুন করে আর কোন সম্পর্কে জড়াবেন না বলেও সম্প্রতি জানিয়েছেন সেলেনা। একটি সাক্ষাতকারে তিনি এমনটাই ঘোষনা দিয়েছেন। একটি হলিউডভিত্তিক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে নিজের ব্যাক্তিগত বিষয়েও কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিবারের সঙ্গে আমার সম্পর্কটা আমার ভুল ছিলো। এটা আমি এখন বুঝতে পারি। কারণ যখন সম্পর্ক হয়েছিলো তখন ম্যাচিউরড একদমই ছিলাম না আমি। তবে এখন আমি অনেক কিছুই বুঝি। তাই নতুন করে ভুল করার অবকাশ নেই। সত্যি বলতে আমি আর কোন নতুন সম্পর্কে জড়াবো না। শুধুমাত্র গান নিয়েই থাকবো। আর তাইতো নতুন গানের কাজ শুরু করেছি। আশা করছি ভালো কিছু হবে।