ময়মনসিংহ রেঞ্জে নভেম্বর মাসের শ্রেষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কিত করলেন ডিআইজি মামুন
আপডেটঃ 3:32 pm | December 17, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী ময়মনসিংহ : ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বিভিন্ন কার্যক্রম ও কর্ম দক্ষতা মুল্যায়ন করে পুরস্কারের মাধ্যমে ১৪ জন পুলিশ কর্মকর্তাদের সম্মান করলেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহে যোগদান এর পর থেকেই পুলিশী কার্যক্রম গতিশীল করার লক্ষে এ মুল্যায়ন কর্মসূচী চালু হয়েছে। এতে পুলিশী কার্যক্রমে ভালো করার প্রতিযোগীতায় রুপ নেয়া বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থর উন্নয়ন ও অপরাধ দমনে নতুন মাত্রা যোগ হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নভেম্বর মাসের পুরস্কারপ্রাপ্ত অফিসার, কনস্টেবল ও চৌকিদার/দফাদারদের মধ্যে পুরস্কার পেলেন দেওয়ানগঞ্জ সার্কেল জামালপুর এর শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো: সামিউল আলম পিপিএম, শ্রেষ্ট পুলিশ পরির্দশক মুক্তাগাছা থানার মো: আখতার মোর্শেদ, শ্রেষ্ঠ এসআই জামালপুর থানার আসাদুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই নেত্রকোনা থানার আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি অফিসার ময়মনসিংহ ডিবির এসআই আজগর আলী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মুক্তাগাছা থানার এসআই ওয়াজেদ আলী, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধাকারী অফিসার খালিয়াজুরী থানা নেত্রকোনা থানার এসআই বজলুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার ট্রাফিক বিভাগ ময়মনসিংহ টিএসআই নূরুল হক, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ইসলামপুর থানার এসআই ছানোয়ার, শ্রেষ্ঠ ডিএসবি ফোর্স এলআইসি শাখা জামালপুর রুবেল মিয়া, শ্রেষ্ঠ কনস্টেবল বকশীগঞ্জ থানার জুলহাস উদ্দিন, দফাদার সিধুলী ইউনিয়ন জামালপুর সুরুজ্জামান, হালুয়াঘাটের শ্রী সন্তোষ রবিদাস, বকশীগঞ্জ বাট্রাজোরা ইউনিয়নের পানচুয়া রবিদাস।
এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুঞা, রেঞ্জের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।