৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে আ’লীগ
আপডেটঃ 4:07 pm | December 29, 2016

স্টাফ রিপোর্টার : আগামী ৫ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ করা হবে। এছাড়া ঢাকায় উত্তর-দক্ষিণ দুই অঞ্চলে হবে সমাবেশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথসভা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, ঢাকায় উত্তরে রাসেল স্কয়ারে হবে সমাবেশ এবং দক্ষিণে হবে বঙ্গবন্ধু অ্যাভিউনিউয়ে।
এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এর প্রস্তুতি হিসেবেই যৌথসভার আয়োজন করা হয়।