আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত ছাত্রী নিবাস উদ্বোধন করেন সৈয়দ আশরাফ
আপডেটঃ 4:42 am | January 08, 2017

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর বাংলাদেশের প্রথম এবং সাবেক উপ-রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ব্যবহৃত চেয়ারটি সংরক্ষণের লক্ষ্যে চেয়ারের ফলক উন্মোচন ও আনন্দমোহন কলেজের নব-নির্মিত বেগম নাফিসা ইসলাম ছাত্রী নিবাস উদ্বোধন করেন।
শনিবার (৭ জানুয়ারি) সকালে ছাত্রী নিবাস উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন ও উপাধ্যক্ষ প্রফেসর ড. গাজী হাসান কামাল, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিবসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।