ছাড়পত্র পেয়েছে ‘ক্রাইম রোড’
আপডেটঃ 2:17 am | January 20, 2017

বিনোদন সংবাদ : গত মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ছাড় পেয়েছে সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’। উল্লেখ্য, ৩ জানুয়ারি এটি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়।
অ্যাকশন ধাঁচের এ সিনেমায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, জেফ, বিপাশা কবীর, রুমাই নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের ভিসটেক স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
‘ক্রাইম রোড’ আনকাট ছাড়পত্র পাওয়ায় খুশি ছবির পরিচালক সায়মন তারেক। তিনি বলেন, ‘এক দেখায় ছবিটির সেন্সর হয়েছে। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে এর প্রশংসাও করেছেন।