ধূমপান বন্ধ করতে অভিনব বিলবোর্ড
আপডেটঃ 2:57 am | January 20, 2017

আলোকিত ময়মনসিংহ ২৪ : বেশীরভাগ ধূমপায়ীদেরকে ধূমপান বন্ধ করতে বললেও তারা গা করেন না। বাড়িতে এবং পাবলিক প্লেসে তারা আশেপাশের সবার বিরক্তি উপেক্ষা করেই ধূমপান করতে থাকেন। কিন্তু আপনি ধূমপান শুরু করলেন আর আপনার আশপাশ থেকে কাশির শব্দ আসা শুরু করলো, তখনো কি আপনি ধূমপান করে যাবেন?
এই ধারণাটি ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি কফিং বিলবোর্ড। সুইডেনের এক অ্যান্টি-স্মোকিং ক্যাম্পেইনের অংশ এই বিলবোর্ড। স্টকহোমের ব্যস্ত ওডেনপ্ল্যান স্কয়ারে অ্যাড এজেন্সি আকেস্টাম হলস্ট তৈরি করে এই বিলবোর্ড।
যখনই এই বিলবোর্ডের আশেপাশে কেউ ধূমপান করে তখনই এর সাথে লাগানো স্মোক ডিটেক্টর তের পেয়ে যায় এবং বিলবোর্ডে থাকা মানুষটি জোরে জোরে কাশতে থাকে। কয়েক সেকেন্ড পর এই স্ক্রিনে কিছু প্রডাক্ট দেখা যায়। অ্যাপোটেক জারটাট কোম্পানির এসব পণ্য ধূমপান ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করে। এখানে ক্লিক করে দেখুন বিলবোর্ডের ভিডিওটি।
নতুন বছরে অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার সংকল্প করেন, তাদের সেই কাজটি করতে সাহায্য করবে এই বিলবোর্ড, জানান এই এজেন্সির মুখপাত্র ইডা পারসন।
সূত্র : বিজনেস ইনসাইডার