ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের স্বরন সভায় নেতা কর্মীদের বাধঁভাঙ্গা স্রোতে
আপডেটঃ 2:01 am | January 21, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের স্বরন সভায় নেতা কর্মীদের বাধঁভাঙ্গা স্রোতে, ময়মনসিংহের কৃতি সন্তান শাকিলের ভালোবাসার টানে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্বরন সভা জনসভায় পরিনত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তবে মঞ্চে বলেই ফেললেন ময়মনসিংহের কৃতি সন্তান শাকিলের ভালোবাসার টানে ব্রম্ব্রপুত্র পাড়ে স্বরন সভা আজ জনসভায় পরিনত হয়েছে। যা আমার দেখা এই প্রথম।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত শাকিল স্বরন সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাদের আরও বলেন, দু:খ কষ্ঠের ব্রম্ব্রপুত্র পাড়ে প্রিয় সহকর্মী শাকিলের স্মৃতি চারন অনুষ্ঠানে তিনি বৃহত্তর ময়মনসিংহের মানুষ সেন্টিসম্যান, সহকর্মী শাকিলের মৃত্যুতে তার পরিবারের চেয়ে বেশি কষ্ঠ পেয়েছেন দেশরতœ শেখ হাসিনা। এ স্বরন সভায় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাধভাঙ্গা স্রোত আমাকে মুগ্ধ করেছে।
এসময় ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্যেশে বলেন, আওয়ামীলীগ কোন আতি নেতা, পাতি নেতা দলে রাখেনা। জনগনের ভালোবাসার রাজনীতি করতে হবে, জমিদারি স্টাইলে নয়। কিন্তু আমদের নেতা হলে চলবে না হতে হবে একজন কর্মী, একজন সৎ মানুষ। কোন কলহ দ্বন্ধ থাকবে না। আওয়ামীলীগ জনগনের দল। নেতা নয় কর্মী উৎপাদন করার আহবান জানান বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রয়াত শাকিল স্বরন সভায় নেতাকর্মীদের বাধভাঙ্গা স্রোতে বিশাল মৌণ মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে তাক লাগানো শোডাউন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা মো: তারিকুল হাসান তারিকের নেতৃত্বে প্রায় ৪-৫ হাজার নেতা কর্মী মাথায় কালো ব্যাচ লাগিয়ে স্বরন সভায় যোগ দেন।
এর পরই ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ আহবায়ক মো: শাহীনুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর সৌজন্যে নেতা কর্মীদের হাতে থাকা শাকিলের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে স্বরন সভাতে যোগ দেন।
এর আগে আওয়ামীলীগ নেতা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর সৌজন্যে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নেতা কর্মীদের হাতে থাকা শাকিলের ছবি ও শাকিলের লেখা কিছু কবিতার প্লাকার্ড হাতে নিয়ে স্বরন সভায় যোগ দেন।
এ ছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী স্বরন সভায় যোগদেন।