ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের সাফল্য অর্জন ! ক্রীড়া সংস্থার সহযোগীতার আশ্বাস ডিসি‘র
আপডেটঃ 1:21 am | January 23, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : ময়মনসিংহকে একসময় বলা হতো ক্রিকেটার তৈরির কারখানা। জাতীয় দলে খেলেছেন, এখনো খেলছেন ময়মনসিংহের অনেক ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ সহ জুবায়ের হোসেন লিখন, আবু হায়দার রনির মতো পেসারও উঠে এসেছেন বৃহত্তর ময়মনসিংহ থেকে। তাছাড়া শুভাগত হোম এবং তরুণ তুর্কী মোসাদ্দেক হোসেন সৈকত এখোন খেলছেন।
জাতীয় দলের জার্সির পাশাপাশি জেলার খেলার অঙ্গনে জাতিকে অনেক স্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন মীর বেলায়েত হোসেন, হাফিজুর রহমান, দীলিপ পান্ডে, আমীর আহম্মেদ চৌধুরী, হাবিবুর রহমান। ক্রিকেটার তৈরির সেই গৌরবময় ঐতিহ্য ফিড়ে আসতে শুরু করেছে।
ইতমধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল ও শেরপুরের বিভিন্ন ভেন্যুতে বিসিবি আয়োজিত বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ময়মনসিংহ জেলা দল ইয়াং টাইগারর্স জাতীয় ক্রিকেট প্রতিযোগীতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ময়মনসিংহ জেলা দলের সাফল্য অর্জন করায় রবিবার (২২জানুয়ারি) দুপুরে বয়সভিত্তিক সকল খেলোয়ার, কোচ ও জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসক ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ খলিলুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক খলিলুর রহমানের হাতে।
এ সময় ক্রিকেটারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন সাফল্য অর্জন করায় ময়মনসিংহবাসী আজ গর্বিত। দক্ষ খেলোয়াড় সৃষ্টির পেছনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতা থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী (শাহীন), কোষাধ্যক্ষ হায়াতুল ইসলাম হান্নান, নির্বাহী সদস্য আব্দুল মোমেন খান, ময়মনসিংহ জেলা ক্রিকেট কোচ মাহমুদ হাসান পাপ্পু প্রমূখ।