ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কার্যকরী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত
আপডেটঃ 1:13 am | January 29, 2017

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কার্যকরী কমিটির বর্তমান মেয়াদের সর্বশেষ সভা গতকাল জুবলী ঘাটস্থ মালিক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা‘র সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমানের পরিচালনায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সমিতির সহ সভাপতি আবু মো: মুসা সরকার, মো: আবু মিয়া, মো: আশরাফ হোসেন এলান, অধ্যাপক শ্যামল চন্দ্র দত্ত, মো: রবিউল হোসেন শাহীন, মো: মঞ্জুরুল হক তালুকদার, মো: মনির চৌধুরী, সম্পাদক বিকাশ সরকার, আলহাজ্ব আ.ন.ম শামসুল আলম তালুকদার, মো: আব্দুল খালেক শিকদার, দুধনাথ প্রসাদ গুপ্ত সহ মালিক সমিতির নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, স্থান সংকুলন না হওয়া পর্যন্ত ত্রিশাল বাসষ্ট্যান্ড ও টাঙ্গাইল বাসষ্ট্যান্ড পুর্বের জায়গায় বহাল থাকবে। ময়মনসিংহ শহরের যানজট নিরসনের ব্যাপারে স্ব স্ব বিভাগের সম্পাদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। বিশেষ করে চরপাড়া ও পাটগুদাম ব্রীজ মোড় এলাকার যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে সকল সময় সহযোগিতা করতে সচেষ্ট থাকবে। ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির উদ্যোগে জরুরী ভিত্তিতে হাসপাতাল চালু করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সাধারন সভার তারিখ ও সময় পরবর্তীতে জানান হবে। ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মো: মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের যোগাযোগ করে যানজট ও অন্যান্য ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।