জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ করায় ছাত্রলীগের আনন্দ মিছিল
আপডেটঃ 1:30 am | February 01, 2017

মোঃ রিয়াজুর রহমান লাভলু ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ^বিদ্যালয় নামে একটি পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।