ভালুকায় ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর উদ্বোধন
আপডেটঃ 8:44 am | February 02, 2017

ভালুকা প্রতিনিধি ॥ ভালুকা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর উদ্বোধন ১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি উপজেলার শিক্ষা বান্ধব নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার সভাপতির বক্তব্যে বলেন, মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে পালন ও বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা যায়। এই জন্য প্রয়োজন শিক্ষকদের অগ্রণী ভূমিকা। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেলাল আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক কে. এম ইদ্রিস আলী, আশ্রাফ উদ্দিন ও আব্দুল ওয়াদুদ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন মেয়র কাইয়ুম ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার। মেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ১২টি স্টল স্থাপন করা হয়েছে। যাতে প্রাথমিক শিক্ষার উপকরণ প্রদর্শন করা হচ্ছে। ২ ফেব্রুয়ারি এই মেলার সমাপ্তি হবে।