ময়মনসিংহে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেটঃ 4:47 pm | February 06, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতর নাম লিটন মিয়া (৩২)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিবি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের পিপিএম-বিপিএম এর নির্দেশক্রমে ময়মনসিংহ জেলা হতে মাদক নির্মূলের লক্ষ্যে গত রবিবার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই কৃপাসিন্দু তরফদার এর নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে হালুয়াঘাট উপজেলার ভূমি অফিসের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।