মুশফিক জবাব দিচ্ছেন কোহলিদের
আপডেটঃ 8:06 pm | February 11, 2017

স্টাফ রিপোর্টারঃ ভারতের পাহাড়প্রমাণ রানের বোঝা রয়েছে মাথার উপরে। রয়েছে ইনিংসে হারের আশঙ্কা। প্রবল চাপ মাথায় নিয়ে বাংলাদেশ কিন্তু দিনের শেষে ভালোই জবাব দিল ভারতকে। সকালে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর থেকে বদলে গিয়েছে চিত্রনাট্য। সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ব্যাটে আলো। একটা সময়ে পালটা আক্রমণে
ভারত অধিনায়ক বিরাট কোহলির কপালে ভাঁজ পড়ে গিয়েছিল। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। জুটির শেষটা কিন্তু পুরোপুরি ভালো হয়নি।
৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছন সাকিব। উইকেটে পুরোপুরি জমে গিয়েছিলেন। নিজের ইনিংসকে আরও টানবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। রবিচন্দ্রন অশ্বিনের বলে হতশ্রী শট শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি।
সাকিবের পরে সাব্বির রহমান জুটি বাঁধেন মুশফিকুর রহিমের সঙ্গে। জুটিতে ১৯ রান যোগ হয়। ব্যক্তিগত ১৬ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন সাব্বির। উইকেট পড়ে গেলেও হাল ছাড়েননি মুশফিক। মিরাজকে সঙ্গে নিয়ে এখন লড়ছেন মুশফিকুর রহিম। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ছ’ উইকেটে ৩২২। মুশফিকুর অপরাজিত রয়েছেন ৮১ রানে। মিরাজ অপরাজিত ৫১ রানে।
ভারত ব্যাটিং করার সময়ে মুশফিকুর রহিম স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। রিভিউ করেন। যা দেখে হেসেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে নেমে মুশফিক জবাব দিলেন কোহলিকে। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। ভারত অধিনায়ক কোহলিকে যোগ্য জবাব দিলেন বাংলাদেশের উইকেটকিপার।
বাংলাদেশ : ৩২২-৬ (মুশফিকুর অপরাজিত ৮১, সাকিব ৮২, মিরাজ অপরাজিত ৫১)
ভারত : ৬৮৭-৬ (ডিক্লেয়ার)।