তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় ইউপি সচিবদের অনশন কর্মসূচী
আপডেটঃ 9:27 pm | February 12, 2017

শাহজাদা আকন্দ, নেত্রকোনা ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ সচিবদের তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রবিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী অনশন কর্মসূচী পালিত হয়েছে। এতে দশ উপজেলার সকল ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদের তিন দফা বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, বিভাগীয় সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক রাশিদুল হাসান, প্রচার সম্পাদক লিটন দাস, সদস্য প্রবন কুমার শামন্ত, মোঃ ওমর ফারুক, সুধাংশু রায়, মনি রাম সাহা ও হেলেনা আক্তার। এ সময় বক্তারা, তাদের দাবী মেনে না নিলে আরও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন।