ফুলপুরে ধানক্ষেতে অজ্ঞান অবস্থায় ২জন আহত
আপডেটঃ 10:53 pm | February 12, 2017

সেলিম রানা. ফুলপুর ॥ ময়মনসিংহ ফুলপুর উপজেলায় রবিবার ভোর সকালে ৩নং ভাইটকান্দি ইউনিয়নের রবিরমাড়া আটকুচি গ্রামের নামক স্থানে ধানক্ষেতে অজ্ঞান অবস্থায় দুই জন ব্যাক্তিকে পাওয়া যায়। এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করেন। পরে জানা যায় একজন বালিয়া গ্রামের মো: রতন মিয়া (৩০) অন্য একজন মো: জাবেদ (৩৩) গ্রাম কুড়িপাড়া ফুলপুর।