নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান
আপডেটঃ 7:13 pm | February 13, 2017

শাহজাদা আকন্দ, নেত্রকোনা ॥ ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষ্যে নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে গতকাল সোমবার জেলা শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক লাইব্রেরীর বকুল তলা চত্বরে অনুষ্ঠিত হয় দিন ব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। বসন্ত বন্দনার মাধ্যমে দিনব্যাপী উৎসবের কর্মসূচী শুরু হয়। পরে জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। উৎসবের নানা কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের নৃত্যানুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও গল্প পাঠ, আলোচনা সভা, খালেকদাদ চৌধুরী পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য উৎসবে কবি সাজ্জাদ খানের ‘হৃদয়ের অন্তর্বাস’ নামক বইয়ের পাঠ উন্মোচন করা হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সম্পাদক সাইফুল্লাহ ইমরানের পরিচালনায় পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি আসাদ চৌধুরীকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করা হয়।