হালুয়াঘাটে অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান
আপডেটঃ 7:21 pm | February 14, 2017

হালুয়াঘাট প্রতিনিধি ॥ ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে ইউরিয়া সার বিক্রেতাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিঃ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিহাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমদ ও থানা পুলিশের একটি দল। দোকানে কোন মূল্য তালিকা না থাকায় ভূক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় সার বিক্রেতা ইউনুস আলীকে ২০০০ ও আব্দুল আওয়ালকে ৩০০০ টাকা সর্বমোট ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী গোপনভাবে ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায়। তাদের ধরতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ইউরিয়া সার যেন কৃষকরা ন্যায্যমূল্যে পেতে পারে সে ব্যাপারে আমাদের সকল কৃষি কর্মকর্তারা তৎপর রয়েছেন।