গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
আপডেটঃ 7:38 pm | February 14, 2017
গফরগাঁও প্রতিনিধি ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রীজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি মেম্বার শহিদুল্লাহ সোহাগ জানায়, সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে ওই যুবতীর লাশ নদের কিনারা দেখতে পেয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এস আই শহিদ জানায়, লাশের কপালে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে পাগলা থানার ওসি চাঁন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঁঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।