ফুলপুরে পল্লী বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা লোডশেডিং ,সংকটে বোরো আবাদ
আপডেটঃ 7:40 pm | February 14, 2017
ফুলপুর প্রতিনিধি ॥ ময়মনসিংহের ফুলপুর উপজেলার পল্লীবিদ্যুৎ ঘন্টার পর ঘন্টার লোডশেডিংয়ের কারণে চলমান বোরো আবাদে সেচ সংকটে দেখা দিয়েছে। শহর থেকে গ্রামে সর্বত্রই লোডশেডিং , এমন লোডশেডিংয়ের দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ । অফিস , ব্যাংক ,দোকান পাট, ও স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা পতিষ্ঠান ।স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এত দিন লোডশেডিংয়ের পরিমাণ কম হলে ও কয়েকদিন ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে ।এমনাব¯হা চলতে থাকলে বোরো আবাদ ঘরে তুলতে পারবেন না বলে ভুক্তভোগি কৃষকরা জানান । উপজেলার ভাইটকান্দি গ্রামের ফরজ আলী কৃষক বলেন একএকর জমি লাগোনোর পরিল্পনা থাকলেও বিদ্যূতের গোলাযোরের কারণে মাত্র দশ শতক জমি রোপণ করেছেন । চাঁনপুর গ্রামের অপর কৃষক বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে ১০শতক জমি রোপণ করেছে । কিন্ত ২৪ঘন্টার মধ্যে মাত্র ২Ñ৩ ঘন্টার বিদ্যূৎ পাওয়ায় যায় । দ্রত এসমস্য সমাধান না হলে বোরো আবাদে আমাদের ব্যাপক ভাবে আর্থিক ক্ষতি হবে । ফুলপুর পল্লী বিদ্যূতের মোঃ নাজমূল হক তারেক এজিএম (ওএন্ডএম) ফুলপুর সাব জোনাল অফিসার জানান এ উপজেলা আর সি এম ২১০ মেগাওয়াট এর মধ্যে সাপ্লাই ৬০ মেগাওয়াট, পল্লীবিদ্যুতের চাহিদা ৪৭ মেগাওয়াট, বিপরীতে দেওয়া হচ্ছে মাত্র ১৫ মেগাওয়াট । যে কারণে সুষ্ঠভাবে তা বণ্টন করা যাচ্ছে না । যা পাওয়া যায় বেশিরভাগ শহরেই বিতরণ করা হয় । পল্লী বিদ্যুৎ অফিসার আরো জানান, ময়সনসিংহ থেকে জামালপুর ও কিশোরগজ্ঞ এজন্য বাধ্য হয়েই ঘনঘন লোডশেডিং দেওয়া হচ্ছে ।