আপডেটঃ 12:30 am | February 15, 2017

ক্যাপশান এড. মোয়াজ্জেম ভাই ॥ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আওয়ামীলীগের নেতাকর্মীরা বর্ষিযান নেতাকে বিশ্ব ভালবাসা দিবসে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। এসময় আওয়ামীলীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, যুবলীগ নেতা এম এ কুদ্দুছ, শাহ শওকত উসমান লিটন, আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ড. সিরাজুল ইসলাম, আনোয়ার খান শরীফ, অধ্যাপক নুরুল বাকী খান, কবি স্বাধীন চৌধুরী, কবি মোস্তাফিকুর বাসার ভাসানী, শাহ রেজাউল করিম রেজা, মোজাকির হোসাইন জাকির, মহিলা নেত্রী অধ্যাপিকা দিলরুবা শারমিন, মোছা: লুৎফুন্নেছা বিউটি, কবি সেলিনা রশিদ, জেসমিন মিনু, নাহিদ ইকবাল, শাহ শাকিলা প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ॥ আসছে বর্ষার আগমনকে সামনে রেখে শহরের পানি দ্রুতসময়ে নিস্কালনের জন্য পৌরসভার উদ্যোগে বিশেষ ব্যবস্থায় ড্রেন সমুহের পুনঃ খনন কাজ চলছে। যার পরবর্তিতে মূল্যায়ন করবে পৌরবাসী। ছবি: রেড মিল্লাত