জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আরিফ নিহত ॥আহত -২
আপডেটঃ 9:56 pm | February 15, 2017

রিয়াজুর রহমান লাভলু ॥ বকশীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আরিফ মাহমুদ (২৩) নামে এক তরুন সাংবাদিক নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন। মঙ্গলবার বিকালে শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আরিফ স্থানীয় দৈণিক গণজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও পৌর শহরের বাসিন্দা এবং মাদারের চর আবদুল গনি দাখিল মাদ্রাসার সুপার হাসমত আলীর ছেলে। জানাগেছে, মঙ্গলবার সকালে সাংবাদিক আরিফ ও তার দুই বন্ধু আশরাফুল (২৪) ও অন্তর (২২) কে নিয়ে মোটর সাইকেল যোগে শেরপুরের গজনী অবকাশে বেড়াতে যায়। বিকালে বাড়ি ফেরার পথে ঝিনাইগাতি মোড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আরিফ সহ তিন জনই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথে আরিফ মারা যায়। অপর দুই জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাহমুদুল হাসান আরিফের নামাজে জানাজা শেষে বুধবার সকালে গ্রামের বাড়ি মাদারেরচর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বকশীগঞ্জ জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সরকার আবদুর রাজ্জাক শোক সম্ভপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।