ঈশ্বরগঞ্জে ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয়
আপডেটঃ 10:09 pm | February 15, 2017

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আয়োজিত বই মেলাকে কেন্দ্র করে আগত ক্রেতা দর্শনার্থীদের বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম রক্তদাতা সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’। বুধবার সকাল ১০ টার দিকে থেকে উপজেলার পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। ক্যাম্পেইনে সকাল থেকেই তরুন তরুণী, যুবক, মহিলা, বৃদ্ধদের ব্যাপক ভিড় জমে। দুপুরে ক্যাম্পেইন পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমান ফকির। পরে সারাদিন চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় তাদের মাঝে রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে রক্তদানে উদ্বুদ্ধ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, “রক্তদানের ক্ষেত্রে এখানকার মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আমরা প্রত্যাশা করি ধীরে ধীরে সকলেই এ বিষয়ে সচেতন ও রক্তদানে উদ্বুদ্ধ হবে।