ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
আপডেটঃ 9:57 pm | February 16, 2017
স্টাফ রিপোর্টার ॥ সোনিয়া আক্তার নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় রফিকুল ইসলাম কাজল (২২) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোনিয়া আক্তার নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় রফিকুল ইসলাম কাজল (২২) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হেলাল উদ্দিন এ রায় দেন। কোর্টের ইনস্পেক্টর নওয়াজেশ আলী মিয়া মামলার নথি সূত্রে জানান, ২০১২ সালের ৩ এপ্রিল নিখোঁজ হওয়ার পরের দিন সকালে পাশের সুতিয়াখালি নামাপাড়া গ্রামের একটি পুকুরের পাশের জঙ্গল থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রফিকুল ইসলাম কাজলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আটজনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।