ময়মনসিংহের মাদক সম্রার্ট খান নোমান ইয়াবা-ফেনসিডিলসহ আটক
আপডেটঃ 8:33 pm | February 18, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পীঃ ময়মনসিংহ নগরীর সানকিপাড়া সেনবাড়ী এলাকা থেকে মাদক সম্রার্ট মো: আহসান উল্লাহ খান নোমান (৩৭) আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম।
পুলিশ সুত্র জানায়, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্র) মো: সজীব রহমান, দুই নং পুলিশ ফাড়ি এসস আই ফপারুক হোসেন, এএসআই মো: আল আমীন, এটিএসআই শিবলী ফোরকানী, এটিএসআই মঞ্জুরুল সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সানকিপাড়া সেনবাড়ী মসজিদের বিপরিতে মাদক সম্রার্ট খান নোমানের বসত বাড়ীর কক্ষ থেকে মাদক ক্রয় / বিক্রয়ের সময় তিনশত দুই পিস ইয়াবা ট্যাবলেট, নয় বোতল ফেনসিডিল ও ১৫,৩০০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম জানান, মাদক সম্রার্ট মো: আহসান উল্লাহ খান নোমান দীর্ঘ দিন ধরে ইয়াবা–ফেনসিডিল ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়। ওসি আরও জানায়, খান নোমান ৪টি মামলার চার্জসীট ভুক্ত আসামী।