নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মেসে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি,শিক্ষার্থীদের আহাজারি
আপডেটঃ 10:35 pm | February 18, 2017

ত্রিশাল সংবাদদাতাঃ ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী মেছে আগুন লেগে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
জানাযায়, গতকাল শনিবার সন্ধা ৬টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয় দোলনচাপা হল সংলগ্ন শশী ছাত্রী মেছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় শশী মেছের ১৬টি রুম পুড়ে পাশ্ববর্তী অনুরুদ্ধ মেছের ৫টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মেছে থাকা শিক্ষার্থীদের সকল আসবাবপত্র ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও প্রয়োজনীয় বই, কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ত্রিশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ময়মনসিংহের একটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় এলাকাবাসীর সহযোগীতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আগুনে পুড়ে যাওয়া মেছে সকলেই নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
নজরুল বিশ্বািবদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান বলেন, আমরা মেছে বাহিরে ছিলাম আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধঘন্টা পর এসে আগুন নেভাতে শুরু করে।এ সময় আমাদের শিক্ষার্থীদের সকল কিছু পুড়ে যায়।
অপর শিক্ষার্থী নাজমা আক্তার জানান, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, গুরুত্বপুর্ন কাগজ পত্র,ল্যাপটপের ফাইল আর পাবনা। আমাদের শিক্ষাজীবন বিপন্নের পথে।
শশী ছাত্রী মেছের মালিক সিরাজুল ইসলাম কিরন জানান, খবর পেয়ে ছুটে এস দেখি আমার ভবনের ১২৬টি রুম পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অনরুদ্ধ ছাত্রী মেছের মালিক ডা. গোলাম মোস্তফা বলেন আমার ভবনের প্রায় ৫টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য রুম গুলো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এত আমার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।