গফরগাঁওয়ে পাঁচবাগ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
আপডেটঃ 10:53 pm | February 18, 2017
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক মোঃ আব্দুস সাত্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক ফেরদৌসের সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবাগ ইউপির চেয়ারম্যান শাহ্ কামরুল ইসলাম ফকরুলসমাজসেবক এডভোকেট মাহমুদ হোসেন সেলিম। খেলাশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।