ফুলপুরে রাস্তার গাছ উদ্ধার
আপডেটঃ 8:35 pm | February 19, 2017
সেলিম রানা. ফুলপুর ॥ ফুলপুর উপজেলার গুপ্তেরগাও এলাকায় সরকারী রাস্তার কর্তন করে পাচরের সময় প্রশাসনে উদ্ধার হয়েছে । জানা যায় ,রাস্তার গাছ কেটে পাচারের সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশে,হোসেন চৌধুরী ,নিদেশে সহকারী কমিশনার (ভূমি)ফরিদা ইয়াছমিনের সহযেগিতায় উপজেলা ভূমি অফিসের নাজির জিলুর রহমান ,পয়ারী ইউনিয় ভূমি অফিসের ইউনিয় ভূমি সহকারী কর্মকতা আবেদ আলী ও অফিস সহায়ক আব্দুল রহমান ঘটনা স্থলে গিয়ে গাছগুলো আটক করে।