ময়মনসিংহ ওরাকল বিসিএসে আফজাল স্যারের ফ্রি ক্লাস সোমবার
আপডেটঃ 10:22 pm | February 19, 2017

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ওরাকল বিসিএস কোচিং সেন্টারে সাবেক যুগ্ম সচিব আফজাল হোসেন স্যারের ফ্রি ক্লাস সোমবার অনুষ্ঠিত হবে। আগ্রাহী শিক্ষার্থীদের যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
ওরাকল সূত্র জানায়, ৩৮তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি হিসেবে ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় নগরীর আলীমুন প্লাজার ওরাকল কোচিং সেন্টারে ফ্রি সেমিনার নিবেন সাবেক যুগ্ম সচিব আফজাল হোসেন স্যার। একই দিনে বেলা ২টায় ৩৬তম বিসিএস ভাইভার ফ্রি ক্লাস নিবেন তিনি।
ময়মনসিংহ ওরাকল বিসিএস কোচিং সেন্টারের পরিচারক মিজানুর রহমান বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, আগ্রাহী শিক্ষার্থীদেরকে যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।