স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করনে প্রধান মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : মেয়র টিটু
আপডেটঃ 5:51 pm | February 20, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহ : বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ, এজন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার পাশাপাশি পরিকল্পিত পরিবার গঠনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মালগুদাম এলাকায় ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্যসেবা সুযোগ কার্ড বিতরন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো: ইকরামুল হক টিটু এ কথা বলেন।
মেয়র টিটু আরও বলেন, স্বাস্থ্যসেবা এবং এর সম্ভাবনার বিষয়ে খুবই আশাবাদী। ১৬ কোটি জনসংখ্যার এই দেশে দীর্ঘমেয়াদি উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। সরকার স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগে যথেষ্ট আন্তরিক।
কার্ডধারীর প্রাপ্য সেবাসমুহ গুলো হলো শিশু স্বাস্থ সেবা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, পরিবার পরিকল্পনা এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সেবাসমুহের মধ্যে রয়েছে প্রাথমিক চিকিৎসা, প্রজনন তন্ত্রের সংক্রমণ/যৌনবাহিত রোগ, সাধারন রোগের চিকিৎসা, যক্ষা ও বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
এসময় ডা: জহুরুল ইসলাম, ডা: সফিকুল ইসলাম, মাশহুর নুর আফসার, নাদিয়া রাশিদ, ডা: সানজিব আহম্মেদ, ডা: জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম তরিকুল আলম, প্যানেল মেয়র (১) আসিফ হোসেন ডন প্রমুখ উপস্থিত ছিলেন।